জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিলো জামায়াতসহ ৮ দল
এবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দল। সংবাদ সম্মেলনের বিষয় এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি। কিন্তু এতে এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোটের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানা যায়।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ সংবাদ সম্মেলনের কথা গণমাধ্যমকে জানায়।
সংবাদ সম্মেলনের বিষয় এখনো উল্লেখ না করা হলেও এতে আসন সমঝোতার ঘোষণা আসার কথা আছে বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
