সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

সুষ্ঠু নির্বাচনের জন্য সেপ্টেম্বর থেকে কাজ শুরু করার আহ্বান জোনায়েদ সাকির

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু করার কথা জানিয়েছেন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের সমন্বয়ে একটি নির্বাচন পর্যবেক্ষণ কমিউনিটি গঠনের পরামর্শ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়নে ''সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ" শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন জোনায়েদ সাকি। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

জোনায়েদ সাকি বলেন, দেশের অন্য যেকোনো দলের সাথে সংঘাত হলে,অগণতান্ত্রিক আচরণ পরিলক্ষিত হলে সে সকল বিষয় মনিটরিং হওয়া দরকার। আসন্ন নির্বাচনে যে দল সরকার গঠন করবে, সেই দলের সঙ্গে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার মনমানসিকতা পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণা পর কাজ শুরু করলে হবে নাহ। বরং আগেই শুরু করতে হবে।

মতবিনিময় সভায় জুলাই সনদ বাস্তবায়নে পদ্ধতি নিয়েও আলোচনা করেন জোনায়েদ সাকি। নির্বাচিত সরকার সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে কিনা, এ নিয়েও কথা বলেন তিনি। বাস্তবায়নের জন্য আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার বলে জানান জোনায়েদ সাকি।

সংবিধান সংশোধনের জন্য জনগনের সম্মতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। তিনি বলেন, আগামী নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে ঘোষণা করা হলে জনগন জানবে যে নির্বাচিত সংসদ সংবিধানের মৌলিক সংস্কার। তিনি আরো বলেন, নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবেন  পাঁচ বছর।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর