জমিয়ত নেতারা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদ, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী প্রমুখ।
মরহুমার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন নেতৃবৃন্দ।
_original_1767262112.jpg)