সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

‘পারলে অফিসে এসে আমাদের নেতা-কর্মীদের সাথে কোরআন প্রতিযোগিতা করুন’, জামায়াতকে তারেক রহমানের খোলা চ্যালেঞ্জ।

-সংবাদ সম্মেলন থেকে গৃহীত

জামায়াতে ইসলামীর আমাদের কুরআন প্রশিক্ষণের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাঁরা এত বড় আহামরি পণ্ডিত নন। গোলাম পরওয়ার একজন প্রভাষক, তিনি কুরআনের বিশেষজ্ঞ নন। শফিকুর রহমানের বামপন্থীদের সাথে সম্পর্ক আছে; তাঁরা কুরআনের বিশেষজ্ঞ নন। ডক্টর তাহের সাহেব কোনো ইসলামিক স্কলার নন যে, এই লোকগুলোর কাছ থেকে আমাদের কুরআন শিখতে হবে।

এঁরাই তো তাঁদের নেতা বা মুরব্বি, তাই না? যাঁরা নেতৃত্বে আছেন, তাঁরাই তো সর্বোচ্চ। আর এই সর্বোচ্চ নেতারাই, যাঁরা হাইকোর্টে কুরআনের দুটি আয়াত পড়তে গিয়ে পাঁচটি ভুল করেছেন, তাঁদের কাছ থেকে আমাদের কুরআন শিখতে হবে?

আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে কুরআন শেখানোর দায়িত্ব কোনো মসজিদে নেবেন না। আপনারা (সঠিকভাবে) কুরআন পারেন না। যদি বিশ্বাস না হয়, আপনারা আমাদের দলের এখানকার অফিসে আসুন। এখানকার সদস্যরা যেভাবে শুদ্ধভাবে কুরআন পড়তে পারেন, আপনাদের সাথে আমরা প্রতিযোগিতা করব।

আমরা আপনাদের কাছ থেকে কুরআন শিখতে চাই না। কুরআন শেখানোর জন্য মসজিদে আমাদের আলেমরা আছেন, আমাদের মাদ্রাসার হুজুররা আছেন। ছোটবেলায় যাঁরা আমাদেরকে কুরআন শিখিয়েছেন, তাঁদের কাছ থেকেই আমরা কুরআন শিখব।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর