সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আজ (১০ জানুয়ারি) শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি।

উল্লেখ্য, গতকাল (২ জানুয়ারি) হলফনামাতে দেওয়া মামলার তথ্য সংক্রান্ত জটিলতাতে কক্সবাজার-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।

সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামাতে জামায়াতের এই নেতা তার বিরুদ্ধে ৭২টি মামলার তথ্য দিয়েছেন। তার মাঝে ৭০টিতে তিনি খালাস, অব্যাহতি বা প্রত্যাহার হয়েছে মামলা। বাকি দুইটি মামলা বর্তমানে চলমান আছে। এর মাঝে একটি মামলা বিস্ফোরক দব্য আইনে ঢাকার সিএমএম আদালতে দায়ের করা হয়েছে, যেটি হাইকোর্ট স্থগিত করে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর