জামায়াতের জোট হতে এখনো বের হয়নি ইসলামী আন্দোলন
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট হতে এখনো বের হয়নি ইসলামী আন্দোলন। জোটের সাথে এখনো আসন সমঝোতার চেষ্টা অব্যাহত আছে বলে জানান দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান।
আজ (১৪ জানুয়ারি) বিকেল বেলা ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠক শেষে তিনি এই কথা বলেছেন।
গাজী আতাউর রহমান বলেছেন, জোটের দলগুলোর সাথে এক বক্স নীতির আলোচনা চলমান রয়েছে। আশা করছি দুই’এক দিনের মাঝে রুপরেখা দেওয়া হবে। মূলত শ্রদ্ধশীলতার জায়গা নষ্ট হওয়ার কারণে সংকট তৈরি হয়েছে। ঐক্যের যে পাটাতন তৈরি হয়ে গেছে, সেটা বহাল থাকবে বলে আশা করছি।
এইদিকে, ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, অনিবার্য কারণবশত এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
