জামালপুর-৩ আসনের ইসলামী আন্দোলন প্রার্থীকে ডাক
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জন্য জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. দৌলতুজ্জামান আনসারীকে তলব করে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) বিকেল বেলা জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটির সিভিল জজ আরিফ হোসাইন স্বাক্ষরিত একটি নোটিশে তাকে আগামী ৬ জানুয়ারি আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজারে তিনি হাতপাখা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন, যার মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ লঙ্ঘন করা হয়।
এই কারণে আগামী ৬ জানুয়ারি সকাল ১০টার দিকে স্বশরিরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা অথবা বক্তব্য দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
