সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান নিরাপত্তা পাবে।”

শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ কর্মশালার আয়োজন করে জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চল।

ইসলামী রাষ্ট্রের স্বপ্ন ও সংগঠনের আদর্শ চর্চার আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রতিটি মানুষকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসা। এজন্য একনিষ্ঠতার সঙ্গে দ্বীনের দাওয়াতি ও সাংগঠনিক কাজ করতে হবে। সংগঠনের দায়িত্ব যেন ইবাদতের চেয়ে হালকা মনে না হয়।”

তিনি বলেন, “নেতাকর্মীদের সঠিক দিকনির্দেশনায় পরিচালনা করতে হবে। সংগঠনের কেউ অপরাধ করলে সে যেই হোক, অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু নিজের নয়, প্রতিবেশীর হক আদায় করাও একজন মুমিনের দায়িত্ব। আমরা সবাই আল্লাহর গোলাম—এটাই আমাদের পরিচয়। শিক্ষিত জাতি গঠনের জন্য মায়েদের দ্বীনি শিক্ষা ও নৈতিকতা থাকা জরুরি।”

ঐক্যের ডাক ও কুরআন-হাদীস চর্চার তাগিদ

ডা. শফিক বলেন, “আমাদের প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে, কারণ শহীদ নেতাদের রক্ত, মজলুমদের চোখের পানি আর ত্যাগী কর্মীদের কুরবানির ইতিহাস এখনো জনগণের মনে জাগ্রত।”

তিনি দেশের সকল ইসলামী দল ও শক্তির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন এবং বলেন, “একটি ইসলামী সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের বিকল্প নেই।”

এছাড়া তিনি নেতাকর্মীদের কুরআন-হাদীসের জ্ঞানচর্চা বাড়ানো, পরিবারে সময় দেওয়া এবং আল্লাহর সাহায্য কামনায় সিজদায় অশ্রুপাত করার আহ্বান জানান।

শিক্ষাশিবিরে অন্য নেতাদের বক্তব্য

শিবিরের সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন।

বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং মাওলানা মুহাম্মদ শাহজাহান। তারা সংগঠনের কাঠামোগত শক্তিশালীকরণ, জনসম্পৃক্ততা এবং নৈতিক কর্মপ্রেরণার বিষয়ে আলোচনা করেন।

শিক্ষাশিবিরে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা ও কার্যপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর