ইসিতে প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফেরত পেয়েছে ৫২ জন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের শুনানির প্রথম দিনে ৭০ জন প্রার্থীর মাঝে ৫২ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
গতকাল রোববার (১০ জানুয়ারি) দিনভর শুনানি শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
শনিবার ১ হতে ৭০ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মাঝে ৫২ জনের আপিল মঞ্জুর করা হয়, ১৫ জনের আবেদন নামঞ্জুর হয় ও ৩ জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়।
এইদিন আলোচিত প্রার্থীদের মাঝে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। তিনি কক্সবাজার-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এইদিকে, রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে সেটি চলে শুক্রবার অবধি। এ সময়ে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে ইসিতে।
স্বাধীনতার বার্তা / মেবি
