ইসিতে আপিল নিষ্পত্তির শুনানি চলমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তির শুনানি চলমান।
আজ (১০ জানুয়ারি) সকাল ১০টা হতে নির্বাচন কমিশনে এ আপিল শুনানি শুরু হয়েছে।
এখানে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসিরউদ্দিন। বিকেল পাঁচটা অবধি মোট ৭০ জনের আবেদনের উপর শুনানি হবে।
শুক্রবার অবধি মোট ৭২৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু, পরবর্তীতে ৭৮ জন নির্বাচন হতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে, চূড়ান্ত হয়েছে ৬৪৫ জনের আপিল।
আগামী ১৮ জানুয়ারি অবধি এ আবেদনগুলো নিষ্পত্তির ব্যাপারে শুনানি চলবে। ২০ জানুয়ারি অবধি এই প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপরে, প্রতীক চূড়ান্ত করার পর শুরু করা হবে নির্বাচনী প্রচারণা।
স্বাধীনতার বার্তা / মেবি
