সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

‌অপূর্ব পালদের মাধ্যমে জঘন্য কর্মকাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তি দেশত্যাগের পর দেশের মধ্যে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়গুলোতে আগের ন্যায় ধর্ম অবমাননার মতো নাটক মঞ্চস্থ হচ্ছে না। এই হীন কাজ সংঘটিত না হওয়ায় কিছু মানুষরূপী অমানুষ অসন্তুষ্ট। তাই দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ প্রমাণ করার জন্যই অপূর্ব পালদের মাধ্যমে জঘন্য কর্মকাণ্ড সংঘটিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, পূর্বের যেকোনো সময়ের তুলনায় সংখ্যালঘু সম্প্রদায় তাদের ধর্ম পালনের সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। ০৫ আগস্ট পরবর্তীতে দেশে ধর্মীয় সংঘাত এড়ানো এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ইসলমাী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সোচ্চার ছিলেন।

নগর সভাপতি আরও বলেন, দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ প্রমাণ করার পিছনে যারা কলকাঠি নাড়ছে, সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেজন্য প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা তিনি কামনা করেছেন। উপযুক্ত শাস্তি নিশ্চিত না করতে পারলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

স্বাধীনতার বার্তা/মাকা

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর