সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে লিখিত বক্তব্য দিয়েছেন দেশের শীর্ষ হাফেজ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্বও বিভিন্ন চক্রের মুখে রয়েছে। তিনি আরও মনে করিয়ে দেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের হেফাজতের কর্মীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং অনেক নেতা আহত ও শহীদ হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতন একক কোনো অর্জন নয়, বরং সর্বস্তরের মানুষের যৌথ প্রচেষ্টার ফল। হেফাজতের অংশগ্রহণও এই অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই তা উপেক্ষা করা উচিত নয়।

তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি দেশের স্বাধীনতা ও ধর্মের জন্য অশনি সংকেত। এই চুক্তি তিনি বাতিলের দাবি জানান এবং যারা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তাদের সমর্থন জানিয়ে দোয়া করেন।

তিনি বৃদ্ধ হলেও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত। হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন হলেও তিনি ইসলামী অন্যান্য দলগুলোর প্রতি পরামর্শ দেন, আগামী নির্বাচনে কোনো ভ্রান্ত আকিদার দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চিন্তা করবেন না।

তিনি আরও বলেন, পূর্বসূরির আলেম ও বুজুর্গরা যেসব দলের বিষয়ে সতর্ক করেছেন এবং যাদের ভুল বিশ্বাস নিয়ে গ্রন্থ লেখা হয়েছে, তাদের সঙ্গে ঐক্য ইসলামের জন্য ক্ষতিকর হবে। মাওলানা বাবুনগরী উল্লেখ করেন, সহীহ আকিদার দলগুলো একত্রিত হলে তা দেশের জন্য সর্বোত্তম হবে। তবে এখনো এমন পরিবেশ তৈরি হয়নি, যা তিনি অত্যন্ত দুঃখজনক মনে করছেন। তিনি আরও বলেন, ইসলামের মূলধারা ও ওহীর জ্ঞান ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

তিনি দেশের মসজিদ, মাদ্রাসা ও তাবলীগ কার্যক্রমের সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, এগুলো যেন ভবিষ্যতে কোনোভাবেই হুমকির মুখে না পড়ে, তা নিশ্চিত করা আলেমসমাজের ঈমানী দায়িত্ব।

পরিশেষে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, আল্লাহ রাব্বুল আ'লামীন যেন আমাকে ও আপনাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দ্বীনের হক ও সরল পথে পাহাড়সম দৃঢ়তা দান করেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর