সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গভর্নর হিসেবে ব্যর্থ হননি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবেন না— এরূপ আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনিই বলেন, দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবো, এইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ।

গতকাল (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের সপ্তম সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে তিনি এই দাবি করেছেন।

অর্থ উপদেষ্টার ভাষ্যমতে, ব্যবসায়ী সমাজের সহযোগিতা ব্যতীত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ নয়। যার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি।

সালেহউদ্দিন আহমদ বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা এখন অনেকটাই স্থিতিশীল অবস্থাতে রয়েছে। কিন্তু বর্তমান বাস্তবতাতে ব্যাংক ঋণের সুদহার এখনই কমানো সহজ নয়। 

এ অনুষ্ঠানে ব্যাংকাররা ব্যাংকিং ব্যবস্থার বেহাল দশার জন্য বিগত সময়ে বাছ-বিচার ব্যতীত লাইসেন্স দেওয়াকে দুষলেন।

এইদিকে, ভঙ্গুর অবস্থা হতে অর্থনীতির উন্নতি হলেও সন্তোষজনক পরিস্থিতিতে আসেনি বলে এতে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর