সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১১ জনের মাঝে ৭জনের মনোনয়নপত্র বৈধ ও ৪জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতির জন্য যেই সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় তারা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু এবং হাসান মেহেদী বিদ্যুৎ।

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল ওয়ারেছ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ মোট ৭জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ হতে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলে, বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ আছে। নির্বাচন কমিশনের বিধি অনুসারে নির্ধারিত সময়ের মাঝে তারা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর