সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। 

গতকাল রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে জেলা নির্বাচন অফিস হতে জিএম কাদের এর পক্ষ হতে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা। 

নির্বাচন অফিস হতে পাওয়া তথ্য মতে, গত শুক্রবার দুপুর ১টা অবধি রংপুরের ছয়টি আসনে মোট ১১ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। এর মাঝে রংপুর-১ আসনে ২ জন, রংপুর-২ আসনে ১ জন, রংপুর-৩ আসনে ৩ জন, রংপুর-৪ আসনে ২ জন, রংপুর-৫ আসনে ১ জন ও রংপুর-৬ আসনে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

জি এম কাদেরের পক্ষ হতে মনোনয়ন ফরম তুলে দলটির কো-চেয়ারম্যান মোস্তফা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তবেই জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ নেবে। এছাড়াও, ৩০০ আসনে ভালো প্রার্থী পেলে সকল আসনেই নির্বাচন করতে চায় জাতীয় পার্টি বলেও উল্লেখ করেছেন তিনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর