সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনেরর প্রধান কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশে যেকোনো পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধার করেন। এবারের ডাকসু নির্বাচনে এর প্রতিফলন ঘটিয়েছেন ঢাবির শিক্ষার্থীরা। এবারের ডাকসু নির্বাচন দেশের নতুন মডেল সেট করেছে।

ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগে এ সকল কথা বলেন কর্মকর্তা জসীম উদ্দিন।

অধ্যাপক জসীম উদ্দিন আরো বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ভোটাধিকার বঞ্চিত রয়েছেন এ দেশের জনগণ। ঐতিহাসিকভাবে আমরা দেখেছি,  যেকোনো পরিস্থিতিতে দেশের হাল ধরেছেন ঢাবির শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সে সুযোগ আবার এনে দিয়েছেন।

গত ২৯ই মে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের বেশ কয়েকটি টার্গেট সেট করে দিয়েছিলেন অধ্যাপক জসীম উদ্দিন। তন্মধ্যে বড় চ্যালেঞ্জ ছিলো ৯ই সেপ্টম্বরের ডাকসু নির্বাচন। ভোট শেষে এখন সুষ্ঠ ফলাফল ঘোষণা করার সময় হয়েছে।

এবারের ডাকসু নির্বাচনে নতুন একটি মডেল সেট করেছে বলে আখ্যায়িত করেছেন জসীম উদ্দিন। তিনি আরো বলেন, এবারের নির্বাচনে বেশির ভাগ শিক্ষার্থী ছিলেন নতুন। সেদিক দিয়ে নির্বাচনের অনেক পদ্ধতি অজানা ছিলো অনেকেরই।  আবার নির্বাচন আয়োজনে অনেক পদ্ধতিও রয়েছে। এরকম নির্বাচন যেনো অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ বড় বড় কলেজ অনুসরণ করেন, সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।

কোনো নির্বাচনে শত ভাগ ভোট গ্রহন সম্ভব হয় না বলে উল্লেখ করেন এই অধ্যাপক। তিনি আরো বলেন,আমরা আপনাদের কথাগুলো সঠিক মর্যাদা দিয়েছিলাম। কোন লাইনে যেন হ্যাসেল না হয়, তাই আমরা কেন্দ্রে ৮৫০টি বুথ স্থাপন করেছিলাম।

ভোট গ্রহনে নিরাপত্তা নিয়ে কোন সংশয় ছিলো না বলে দাবি করেছেন অধ্যাপক জসীম উদ্দিন। যে শিক্ষার্থীরা স্নাইপারের সামনে দাঁড়িয়ে গনঅভ্যুত্থান করতে পারে, তাদের নিরাপত্তার জন্য বিশেষ কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। তাছাড়া ইতিমধ্যে এর প্রমাণ দিয়েছে ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কোনো চিন্তা করতে হয়নি। সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে।

চূড়ান্ত ফলাফল ঘোষণা করার সময় সিনেট ভবনে উপস্থিত ছিলেন অধ্যাপক জসীম উদ্দিন সহ আরো ডাকসু হল সংসদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা।

অবশেষে এবারের ডাকসু নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ জোট। এই প্যানেল থেকে আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে সহ সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন।  এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক (জি এস) নির্বাচিত হয়েছেন। ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন মো. মহিউদ্দিন খান।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর