শাহরিয়ার হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি; মান–সম্মান থাকতে সরে দাঁড়ান” —ঢাবি প্রশাসনকে ছাত্রদলের হুঁশিয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “মান–সম্মান থাকতে আপনারা পদত্যাগ করুন। না হলে আমরা এমন কর্মসূচি দিতে বাধ্য হব, যেখানে শিক্ষক-ছাত্র সম্পর্ক বজায় রাখা কঠিন হবে।”
রোববার (১৮ মে) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তিনি।
‘শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার, নিরাপদ ক্যাম্পাস ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে’ এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে উপাচার্য নিয়াজ আহমেদ খানকে ‘ফাদার অব মবোক্রেসি’ আখ্যা দিয়ে ছাত্রদল নেতা গণেশ বলেন, “আজ থেকে আমরা তাঁকে আর ‘মাননীয়’ বলব না। সাম্য হত্যাকাণ্ডের পর উপাচার্যের আচরণ ছিল বালখিল্য ও দায়িত্বজ্ঞানহীন।”
বক্তব্যে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার কথাও তুলে ধরেন তিনি—যেমন ফজলুল হক হলে পিটিয়ে হত্যা, গণিত ভবনের সামনে ঝুলন্ত লাশ, মেট্রোরেল পিলারে গ্রাফিতি মুছে ফেলা, চারুকলায় অগ্নিসংযোগ ইত্যাদি।
ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাছুম বিল্লাহ বলেন, “এই প্রশাসন ছাত্রবান্ধব নয়। আমরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চাই।”
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন শাওনসহ অন্যান্য নেতারা।
পটভূমি
গত ৫ মে রাতে শাহরিয়ার আলম সাম্য নামে এক শিক্ষার্থী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী।
এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রশাসনের ‘নিরাপত্তাহীনতা ও উদাসীনতা’র প্রতিবাদ জানিয়ে নানা কর্মসূচি পালন করে আসছে।