চেম্বার আদালতে হতাশ হয়েছে হাসনাতের আসনের বিএনপি প্রার্থী
আপিল বিভাগের চেম্বার আদালতেও হতাশ হতে হয়েছে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে। ঋণখেলাপি হিসেবে তাকে বহাল রেখেছে এ আদালত। যার ফলে আইন অনুসারে নির্বাচনে অংশগ্রহণে এখনো তার পথ খুলেনি।
আজ (১৪ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ আদেশ দিয়েছেন। মামলার রুল দুই সপ্তাহের মাঝে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়।
কিন্তু প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন, তিনি ঋণ পুনঃতফসিল করেন। যার ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি হতে মুক্ত হবেন।
এর পূর্বে, গত ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা হতে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এরপর এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী।
এ আসনে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রতিদ্বন্দ্বী হচ্ছে এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
স্বাধীনতার বার্তা / মেবি
