এবার সিইসিকে চিঠি দিল বিএনপি
জোটবদ্ধভাবে নির্বাচন করার বিষয়ে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা বিষয়ক গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনীর সাথে একমত নয় বিএনপি। আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে পূর্বের বিধান অব্যাহত করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছে দলটি। এ সংশোধনী নিয়ে কোনো রাজনৈতিক দলের প্রস্তাবনা ছিল না, এমনকি এটি গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করেছে বলে ধারণা করে বিএনপি।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের নিকট দলের অবস্থান তুলে ধরেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, জোট করলেও ভোট করতে হবে সবার নিজস্ব প্রতীকে- গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত হতে পারছে না। আগের অবস্থা অব্যাহত করার জন্য বিএনপির পক্ষ হতে সিইসিকে চিঠি দেয়া হয়েছে।
তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ হতে এই সংশোধনের প্রস্তাব ছিলো না। বিএনপি এটির সঙ্গে একমত পোষণ করে না এবং করবেও না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে বিএনপি মনে করছে।
সাম্প্রতিক নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ২০ নম্বর অনুচ্ছেদে এই সংশোধনীটি চূড়ান্ত করেছে। যেখানে জোটবদ্ধ নির্বাচনেও প্রতিটি প্রার্থীকে নিজ দলের প্রতীকের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করা বাধ্যতামূলক করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
