এবার বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করে।
এইদিকে, আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ হতে তিনি পদত্যাগ করবেন বলে জানা যায়।
এর পূর্বে,গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষ হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এইদিন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কশিনার (ভূমি) দেবাশীষ অধিকারীর নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
