সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে আমরা কোনো বাধা দেখছি না। এ বিষয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করছি, সরকার অতিদ্রুতই এ ব্যাপারে স্পষ্ট মতামত জানাবে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে পরামর্শ দেবে।

শুক্রবার (১ আগস্ট) চট্টগ্রামে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলের আরও অনেক নেতাকর্মী।

তিনি আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে। তবে ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি সুপারিশ নিয়ে আমাদের বিকল্প মত রয়েছে।’

আজ জুমার নামাজের আগে বিএনপি নেতারা হেফাজতে ইসলামের মরহুম আমির মাওলানা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী এবং শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে আলোচনামূলক সাক্ষাৎ শেষে জুমার নামাজ আদায় করেন‌ এবং সেখানেই দুপুরে খাবার গ্রহণ করেন তারা।

এরপর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গেও সাক্ষাৎ করেন বিএনপি নেতারা।

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ সমাবেশে নেতারা গত ২০ জুলাই চট্টগ্রামে আসলে হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের সকল নেতাকর্মীরা। একই পথে আজ বিএনপিও।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর