সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে   জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপরে সাড়ে তিনটার দিকে রাষ্ট্রীয় মর্যাদার দ্বারা প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। 

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে সাধারণ জনগণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তার কারণে জানাজা ও দাফনস্থলে কোনো রকম ব্যাগ অথবা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানানো হয়।

এর পূর্বে, গতকাল (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা ও দাফনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল বেলা এভারকেয়ার হতে সংসদ ভবনে আনা হবে খালেদা জিয়ার মরদেহ। এই সময় রাস্তার দু’পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। রাষ্ট্রীয় মর্যাদার। মাধ্যমে আনা হবে মরদেহ। জানাজা, দাফন সব কিছু সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর