বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার দায় শেখ হাসিনার বললেন রিজভী
বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার দায় শেখ হাসিনার বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, এইটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
গতকাল শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনাতে প্রার্থনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন যে, তৎকালীন সরকারের প্রত্যক্ষ অবহেলা ও নির্যাতনের দ্বারা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়।
বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিএনপির এ নেতা বলেছেন, তিনি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন, যেটি কেউ কখনো মুছে ফেলতে পারবে না।
এ শোকসভাতে পূজা উদযাপন ফ্রন্টের নানা পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্বাধীনতার বার্তা / মেবি
