বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসির শোক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) একটি শোক বার্তাতে এমনটা জানিয়েছে ইসি।
বার্তাতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ইসি।
স্বাধীনতার বার্তা / মেবি
