বেগম জিয়ার শেষ বিদায়
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউ নেতা-কর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টার দিকে এখানেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হবে।
সরেজমিন দেখা যায়, বেগম জিয়ার জানাজাতে অংশ নেওয়ার জন্য মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় রাজধানীর নানা সড়ক দিয়ে মানুষের স্রোত আসছে। জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকাতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্যণীয়।
বেগম জিয়াকে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদাতে বেগম জিয়াকে দাফন করা হবে। ইতোমধ্যেই সেখানেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
