বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল আজ (বুধবার) সকাল বেলা ঢাকা এসে পৌঁছেছেন।
ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সামাদ বাসসকে জানিয়েছেন, বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
স্বাধীনতার বার্তা / মেবি
