গুমের মামলাতে সেনা কর্মকর্তাদের পক্ষ হয়ে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার
পেশাগত অসদাচরণ এড়ানোর জন্য সাবেক ও বর্তমান ১৫ জন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলা ও রামপুরাতে ২৮ জন হত্যা মামলা হতে আইনজীবী হিসেবে নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। রবিবার সকালে এই তথ্য জানা যায়। এর পূর্বে তিনি বলেছেন, আমি যে গুমের অভিযোগটি দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া ১৫ কর্মকর্তার মাঝে একজন আছেন। তাই আমি আর আইনি লড়াইয়ে থাকছি না।
এর পূর্বে ২২ অক্টোবর শুনানিতে ব্যারিস্টার সারওয়ার ওই সেনা কর্মকর্তাদের পক্ষ হয়ে অংশ নেন। পূর্বে তিনি সেনা কর্মকর্তাদের নির্দোষ বলেও দাবি করেছিলেন অপরাধ ট্রাইব্যুনালে।
স্বাধীনতার বার্তা / মেবি
