আজ শেষ হতে যাচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়
আজ শেষ হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) সারাদিনে দেশের নানা স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা।
নির্বাচন কমিশন জানায়, সারাদেশে এখন অবধি মনোনয়ন সংগ্রহ করেন প্রায় ৩ হাজার প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সময় তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রার্থী ও তাদের সকল সমর্থকরা।
ইসি কর্মকর্তারা জানিয়েছে, ঘোষিত তফসিল অনুসারে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় হচ্ছে ২০ জানুয়ারি। ওই সময়ের পরে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। কোনো আসনে একইদল যদি একাধিক প্রার্থী মনোনয়ন করে তাহলে নির্ধারিত সময়ের মাঝে একজনকে চূড়ান্ত করবেন।
স্বাধীনতার বার্তা / মেবি
