আজ ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি
তৃতীয় দিনের মতো আজ নির্বাচন কমিশনে (ইসি) শুরু হয়ে গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি। আজ (১২ জানুয়ারি) সকাল ১০টায় আপিল শুনানি শুরু হয়েছে। যেটি চলবে বিকেল ৫টা অবধি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ ১৪১ হতে ২১০ নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এতে করে দেশের নানা অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ২০ জানুয়ারি। এরপরে ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করে দেবেন।
স্বাধীনতার বার্তা / মেবি
