সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

অমুসলিম সংখ্যালঘু হিসেবেই বাংলাদেশে আহমদিয়াদের থাকতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, আহমদীয়ারা বাংলাদেশে থাকবে, তবে মুসলিম হিসেবে নয়; অমুসলিম সংখ্যালঘু হিসেবেই থাকতে হবে।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৫ নভেম্বর) খতমে নবুওয়াত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

জুনায়েদ আল হাবিব বলেন, উপদেষ্টা যখন দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশে আগমন করেন, বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম উল্লেখ করতে গিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পাশাপাশি আহমদীয়ার নামও বলেছেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যন্ত নিরাপদে বসবাস করে এবং এটি পৃথিবীর যেকোনো দেশের জন্য উদাহরণ হতে পারে।

“হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ এই দেশে নিরাপত্তার সাথে থাকে— এমন শান্তিপূর্ণ পরিবেশ পৃথিবীতে খুব কম দেখা যায়,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হলে আমরা কাফনের কাপড় পড়ে রাজপথে নামতে প্রস্তুত।”

তার বক্তব্যে সম্মেলনস্থলে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা, ঐক্য ও দৃঢ় প্রত্যয়ের সঞ্চার হয়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর