১৭ জানুয়ারি হতে মাঠে থাকছে ইইউ'র দল
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৭ জানুয়ারি হতে তাদের ৫৬ জন নির্বাচনী পর্যবেক্ষক সারাদেশে পাঠাবে। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকাতে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন ও মূল দলের নিকট সকল রিপোর্ট করবেন।
গতকাল (১৩ জানুয়ারি) বিকেল বেলা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা।
এ সাক্ষাতে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা অংশ নিয়েছেন। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেছেন।
তারা জানায়, ১৭ জানুয়ারি হতে সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন হবে। এছাড়াও, নির্বাচনের পূর্বে ভোটগ্রহণ, ভোটগণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে মোট ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দিবেন।
ইইউ প্রতিনিধিরা আরো জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে এই মিশনটি সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে। নির্বাচনের পরে ১৪ ফেব্রুয়ারি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে ও একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
ইইউর পর্যবেক্ষণ মিশনকে সরকারের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।
স্বাধীনতার বার্তা / মেবি
