২৪ ঘন্টায় গ্রেপ্তার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অধীনস্থ সংগঠনের আরও ১১ জন নেতাকর্মীকে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তিনি ১১জনের নাম ও দলীয় পদপদবির বিষয়ে কিছু জানাননি।
উল্লেখ্য, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ কে কেন্দ্র করে সম্ভাব্য বিধ্বংসী কর্মকাণ্ড ঠেকাতে সারাদেশে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। আটক হওয়া ১১ জন এরই অংশ।