সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নোয়াখালীর হাতিয়াতে পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিরব উদ্দিনকে মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে পৌরসভার সৈয়দিয়া বাজার এলাকা হতে গ্রেপ্তার করে পুলিশ। আজ (২৬ নভেম্বর) সকালে তাকে আদালতে নেওয়া হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

নিরব উদ্দিন (৩৮) হাতিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর গুল্যাখালী গ্রামের বাসিন্দা সিরাজ কয়ালেন ছেলে বলে জানা যায়। নিরব পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

পুলিশ বলে, সরকারবিরোধী কর্মকাণ্ড ও নানা সরকারি অফিস-আদালতে নাশকতার পরিকল্পনাতে জড়িত থাকার অভিযোগ আছে নিরবের বিরুদ্ধে। এইসব অভিযোগে দায়ের হওয়া নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হচ্ছেন তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, নিরব উদ্দিন নাশকতা মামলার এজাহারভুক্ত একজন আসামি। গ্রেপ্তারের পরে তাকে আদালতে পাঠানো হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর