যদি ৫বছর গুম থাকে তাহলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবে ট্রাইব্যুনাল
গুম হওয়া ব্যক্তির পরিবারের আইনি সুরক্ষা ও উত্তরাধিকার নিশ্চিত করার জন্য নতুন সংশোধিত অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ এবং প্রকাশনা শাখা হতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। গতকাল এই অধ্যাদেশটি জনসাধারণের জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়।
এই সংশোধনীর দ্বারা কোনো ব্যক্তি কমপক্ষে ৫ বছর গুম থাকলে ও জীবিত ফিরে যদি না আসে তাহলে, ট্রাইব্যুনাল তার সম্পত্তি বৈধ উত্তরাধিকারীদের মাঝে বণ্টনযোগ্য মর্মে ঘোষণা দেয়ার বিশেষ ক্ষমতা লাভ করে। এছাড়াও, গুম হওয়া ব্যক্তির স্ত্রী কিংবা নির্ভরশীল সদস্যদের আইনি প্রক্রিয়া শুরু করার জন্য এখন হতে কমিশনের পূর্বানুমতি লাগবে না। এই
অধ্যাদেশটি ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত করা হবে। এইটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়।
সম্পত্তি বণ্টন ও উত্তরাধিকারের নতুন বিধান : অধ্যাদেশের ২৩ ধারার সংশোধনী অনুসারে, ‘দ্য এভিডিয়েন্স অ্যাক্ট, ১৮৭২’ এর ১০৮ ধারাতে (সাধারণত ৭ বছর নিখোঁজ থাকার বিধান) যেটাই থাকুক না কেন, এ আইনের অধীনে কেউ ৫ বছর গুম থাকলে তার উত্তরাধিকারীরা সম্পত্তির অধিকার চাওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
স্বাধীনতার বার্তা / মেবি
