যাত্রাবাড়ী একটি মাদরাসা হতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদরাসার ওয়াশরুম হতে ৯ বছরের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল (২o ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুতুবখালী এলাকার মাদরাসাতুল ইত্বকান হতে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ গলাতে নখের আঁচড় দেখা যায়। এই সময় বলাৎকারের ঘটনাও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তারা। কিন্তু মাদরাসা কর্তৃপক্ষের দাবি হচ্ছে, ওই শিক্ষার্থী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানিয়েছে, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের উদ্দেশ্যে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্ত শেষে এই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা যায়।
এইদিকে, এ ঘটনাতে যাত্রাবাড়ী থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে নিহত শিক্ষার্থীর পরিবার।
স্বাধীনতার বার্তা / মেবি
