বঙ্গোপসাগরে ৪:২ মাত্রার ভূমিকম্প
৯৬ ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগর অঞ্চলে আবারও ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সোমবার (১ ডিসেম্বর) ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৩২ মিনিট ৪ সেকেন্ডে এ কম্পনটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২ এবং গভীরতা প্রায় ৫৭ কিলোমিটার। তাদের হিসেবে ভূমিকম্পের কেন্দ্র ভারতের নবরংগপুর শহর থেকে দক্ষিণ–দক্ষিণ–পূর্বে এবং বিশাখাপত্তনমের দক্ষিণ–পূর্বে অবস্থান করছিল।
