ভূমিকম্পে টঙ্গীতে দুই শতাধিক পোশাক শ্রমিক আহত
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকাতে ফ্যাশন পালস লিমিটেড পোশাক কারখানাতে ভূমিকম্প আতঙ্কে কমপক্ষে দুই শতাধিক শ্রমিক আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে এই ভূমিকম্প শুরু হয়েছিল। এই সময় কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে নামার সময় আহত হন। আহত সকলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়।কারখানার শ্রমিকরা বলেন, কারখানার নয়তলা ভবনটিতে অন্তত ৩ হাজার শ্রমিক কাজ করছিলেন। সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প শুরু হওয়ার পর শ্রমিকরা হুড়োহুড়ি করে নিচে নামতে শুরু করেন।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশরাত জাহান এ্যানী ও ডা. তারেকুর রহমান বলেছেন, সকল শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেছেন, ভূমিকম্পের সময় আতঙ্ক হয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে কারখানার শ্রমিকরা আহত হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
স্বাধীনতার বার্তা / মেবি
