সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভূমিকম্প দুর্ঘটনাতে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন। সেই ক্ষেত্রে নিহত ব্যক্তির পরিবারবর্গকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। ঢাকাতে বসবাসকারী অথবা ঢাকায় এসে এই দুর্ঘটনাতে পতিত হয়ে প্রাণ হারিয়েছেন তাদের জন্য এই সহায়তার সুযোগ থাকছে।

গতকাল (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনাতে আহত ব্যক্তিকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ হতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করা হবে।

এতে আরও বলা হয়, আহত ব্যক্তি নিজে কিংবা তার পক্ষ হতে হাসপাতালে অবস্থানরত পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) অথবা কোনো নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করেও সহায়তা নিতে পারবেন।

সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বরে (+৮৮০১৭০০৭১৬৬৭৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর