সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানীর আরমানিটোলাতে ভূমিকম্পের ফলে একটি ছয় তলা ভবন হেলে পড়ে। কিন্তু ভবনের ক্ষয়ক্ষতি অথবা হতাহত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে এই ভবনটি হেলে পড়ে।

রাজধানী ঢাকাসহ দেশের নানা স্থানে এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এটির কেন্দ্রস্থল হলো নরসিংদীর মাধবদী।

এই ভূমিকম্পটি কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

ভূমিকম্পের সময় ঢাকার নানা ভবনের বাসিন্দারা তাড়াহুড়ো করে রাস্তাতে বের হয়ে আসেন।

এইদিকে, আজ পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুসারে জানায়, শুক্রবার (২১ নভেম্বর) ভোর বেলা দেশটিতে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রায় ১৩৫ কিলোমিটার গভীরে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর