সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নরসিংদীতে তীব্র ভূমিকম্পে একটি বাড়ির ছাদের রেলিং ভেঙে তিনজন গুরুতর আহত হয়েছে। এছাড়াও জেলার নানা স্থানে আরও ৫৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

নরসিংদীর জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, আজকের ভূমিকম্পের ঘটনাতে মোট ৫৫ জন আহতের খবর পাওয়া যায়। তাদের জেলার নানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

এইদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ ছিল। কিন্তু পূর্বের একই মাত্রার ভূমিকম্পগুলোর চেয়ে আজকের কম্পনের তীব্রতা অধিক ছিল।

শুক্রবার সকাল ১০টা ৩৮ হতে ১০টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর