চট্টগ্রামে ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া ও সদর সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনাতে সাইনবোর্ডটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। কিন্ত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রবিবার রাত ১টা ২০ মিনিটে নগরের বাদশা মিয়া রোডের চবির চারুকলা ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটেছে।
এই বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ওসি কাজী মোহাম্মদ সোলতান আহসান উদ্দিন। তিনি জানিয়েছেন, রাত একটা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা ভূমি অফিসের বাইরের সাইনবোর্ডে আগুন দিয়েছে। এখন পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্ত গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।
এইদিকে ভূমি অফিসে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, জিন্স প্যান্ট ও শার্ট পরা ও মুখোশধারী এক ব্যক্তি দেয়ালের উপর উঠে একটি বোতল হতে ভূমি অফিসের এই সাইনবোর্ডে জ্বালানি ছিটাচ্ছেন। মুহূর্তেই তিনি আগুন ধরিয়ে সেখান হতে পালিয়ে যান। আগুনে পুরো সাইনবোর্ডটি পুড়ে কয়লা হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চকবাজার থানার ওসি ঘটনাস্থলে পরবর্তীতে উপস্থিত হলেও ভূমি অফিসের কারো কোনো প্রকার সহযোগিতা না পেয়ে চলে যান। তারা কাউকে গ্রেপ্তারও করতে পারেননি।
স্বাধীনতার বার্তা / মেবি
