শিক্ষকদের ন্যায্য দাবি মানা না হলে সব উড়ে যাবে বলে মন্তব্য ডাকসুর ভিপি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা তারাও শিক্ষক। উপদেষ্টারা শিক্ষক হয়েও শিক্ষকদের সাথে ছলনা, তারা ন্যায্য অধিকারের কথা বুঝতে পারছেন না, শিক্ষকদের কষ্ট অনুভব করতে না পারলে এখানে থাকার কোনো দরকার নেই।রবিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একমত প্রকাশ করে সাদিক কায়েম এসব কথা বলেছেন। এই সময় সাদিকের সাথে আরও উপস্থিত ছিল ডাকসুর সাহিত্য সম্পাদকসহ কয়েকজন নেতা ও হল সংসদের নেতারা।
তিনি বলেছেন, শিক্ষকদের এ ন্যায্য দাবির সাথে ডাকসু সম্পূর্ণ একমত। শিক্ষকদের এই ন্যায্য দাবি অতিদ্রুত মেনে নিতে হবে। তা যদি না হয় তাহলে এক উত্তাল ঝড়ে সব উড়ে যাবে। ২৪ এর আন্দোলনের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আছেন, কিন্তু শিক্ষকদের সাথে বৈষম্য কোনোভাবে সহ্য করবে না ছাত্র সমাজ।
জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ডাকসুর ভিপি। তিনি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রশাসন যেমন আচরণ করত, এখনও ঠিক তেমনই লক্ষ্য করছি। এই বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
স্বাধীনতার বার্তা/ মেবি
