ভেনেজুয়েলার ঘটনাতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ
ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। একই সাথে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপের উপর গুরুত্বারোপ করে ঢাকা। গতকাল
সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মাঝে সকল রকমের বিরোধ কূটনীতি ও সংলাপের মাধ্যমে সমাধান হওয়া সম্ভব।
স্বাধীনতার বার্তা / মেবি
