ভারতের সাথে সম্পর্কের অবনতি চায় না সরকার বললেন অর্থ উপদেষ্টা
ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস নিজে বিভিন্ন মাধ্যমে কথা বলছেন। এইরকম বৃহৎ প্রতিবেশীর সাথে সম্পর্কের অবনতি চায় না সরকার— এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই কথা বলেছেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেছেন,ভারতের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আমাদের আলাদা করে দেখতে হবে। রাজনীতির সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক ও স্পর্শকাতর বিষয় থাকবে। তবে অর্থনীতির ক্ষেত্রে ভারত বাদে ভিয়েতনাম হতে চাল আনতে অধিক খরচ পড়বে।
তিনি আরো বলেছেন, ভারত বিরোধী যেই সব বক্তব্য দেওয়া হচ্ছে, সেটি রাজনৈতিক৷ এর সাথে সরকারের কোনও সম্পর্ক নেই। এ বক্তব্যগুলো পরিস্থিতিকে জটিল করে তুলছে। কিন্তু দেশটির সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কেও কোনো প্রভাব পড়েনি বলে মনে করেন তিনি।
এই সময় ভারতের সাথে সম্পর্ক তিক্ত করার ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ থাকলেও সেইখানে সরকার পা দেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
