ভাঙ্গাতে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতে বাস ও মোটরসাইকেলের সড়ক দুর্ঘটনাতে আপন দুই ভাইসহ মোট তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার মাধবপুর কবরস্থান এলাকাতে এ দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন, সুমন মণ্ডল, ইমন মণ্ডল ও আসিফ মোল্লা। এদের মাঝে সুমন ও ইমন হচ্ছে আপন দুই ভাই।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতের বেলা মোটরসাইকেলযোগে ঢাকা হতে কুষ্টিয়া যাচ্ছিলেন তারা। এই সময় বিপরীত দিক হতে আসা বরিশালগামী একটি বাস ওই মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে। এতে করে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এরপরে আহত অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থাতে তার মৃত্যু হয়েছে।
পুলিশ বলে, এ ঘটনাতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
স্বাধীনতার বার্তা / মেবি
