সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামটি রবিবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধ ও এলাকাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষে আহত হয় কমপক্ষে ৫০ জন গ্রামবাসী।রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টা হতে শুরু হয়ে টানা তিন ঘণ্টা চলমান ছিল এই সংঘর্ষ। মাথাতে হেলমেট পরে বহু মানুষ রাস্তাতে অবস্থান নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে করে বহু ঘরবাড়ি, দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে এই পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয়রা বলেন, সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের সমর্থকদের মাঝে জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার এক সালিশি বৈঠকে সমাধান না হওয়াতে রবিবার বিকেলে আবার বৈঠক বসে। তবে আলোচনার একপর্যায়ে এসে দুই পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও সেটি সংঘর্ষে রূপ নেয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানিয়েছে, ‘বেপরোয়া গ্রামবাসীকে শান্ত করতে না পেরে জেলা পুলিশের সহায়তা নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর