ত্রিশালে ট্রাক সংঘর্ষ, চালক ও হেলপার নিহত
ময়মনসিংহের ত্রিশালে দুটি ট্রাকের সংঘর্ষের ফলে চালক ও হেলপার নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১ জন।
আজ মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ত্রিশালের অদুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন ময়মনসিংহ গামী মালবাহী একটি ট্রাককে অন্য একটি ট্রাক পেছন দিক হতে ধাক্কা দেয়। এই সময় একটি ট্রাকের
চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে স্থানীয় ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাশেদ আহমেদ জানিয়েছেন, সেই চালক ও হেলপারকে হাসপাতালে আনার পূর্বেই তারা মারা যান।
স্বাধীনতার বার্তা / মেবি
