টঙ্গীতে একটি বস্তার গুদামে ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোরে টঙ্গীবাজার গরুহাটা এলাকাতে বস্তাপট্টিতে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আশপাশের দোকানিরা বলেন, টঙ্গী রেলব্রিজের পাশের রেললাইন সংলগ্ন বস্তাপট্টির সেলিম মিয়ার গুদামে ভোর বেলা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিয়েছে। এরপরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পাশের জাকির হোসেন, হানিফ গাজী, চুন্নু মিয়া ও আলমের বস্তার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে ৫টি বস্তার গুদামে রক্ষিত বস্তা ও বস্তা তৈরির সকল সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
