সেন্টমার্টিনে আটক করা হলো অবৈধ ট্রলিংবোট থাই জালসহ ১৯ জনকে
কক্সবাজার জেলার টেকনাফের সেন্টমার্টিনে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিংবোট ও থাই জালসহ মোট ১৯ জন আটক হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, এক গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলার উদ্দেশ্যে সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন ঐ এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিংবোট জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দ বোটে তল্লাশি করে অন্তত ১৫ হাজার টাকার ১২০০ মিটার থাই জালসহ ১৯ জন জেলেকে আটক করা হয়েছে।
জব্দ আর্টিসনাল ট্রলিংবোট, জাল ও আটক জেলেদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
তিনি আরও বলেছেন, মৎস্য সম্পদ রক্ষাতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান রাখবে।
স্বাধীনতার বার্তা / মেবি
