সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে কোনো রকম বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গণমাধ্যমকে এমনটা জানায় ইসি সচিব।

আখতার আহমেদ বলেছেন, তফসিলের বিষয়ে এখন অবধি কোনো সিদ্ধান্ত হয়নি। কেউ তারিখ জানালে বিভিন্ন হিসাব-নিকাশ করে নিজ ইচ্ছাতে ও নিজ দায়িত্বে তারিখ জানাচ্ছেন।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের নিকট হতে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

এইদিকে, আসন্ন সংসদ নির্বাচনের তফসিল সংক্রান্ত বিষয়ে আগামী রবিবার আনুষ্ঠানিক বৈঠকে boshbe6 ইসি।

এছাড়াও, তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ পাওয়ার জন্য চিঠি দিয়েছে ইসি। আগামী ১০ কিংবা ১১ ডিসেম্বর এ সাক্ষাৎ পেতে বৃহস্পতিবার এ চিঠি দেয় সংস্থাটি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টার দিকে এ সাক্ষাতের দিনক্ষণ ঠিক করেন বলে জানা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর